নিজের বিধানসভা কেন্দ্রেই বিক্ষোভের মুখে শোভন, দেখানো হল কালো পতাকা
ফের বিক্ষোভে মুখে শোভন-বৈশাখী। এবার নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পূর্বে বিক্ষোভের মুখে পড়েন শোভন । আজ বিকেলে বেহালার রবীন্দ্রনগর বাসস্ট্যান্ডে সভা ছিল বিজেপি-র কলকাতা জোনের। সেই সভাতেই যোগ দিতে বেহালা আসছিলেন শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ২জনে একই গাড়িতে বসে ছিলেন। তাঁরা বেহালায় প্রবেশ করলে প্রথমে কালীমাতা কলোনি, পর্ণশ্রী-সহ বেশ কয়েকটি জায়গায় কালো পতাকা দেখানো হয়। এক জায়গায় আবার তীব্র স্বরে ডিজে বাজিয়ে ‘খেলা হবে’ স্লোগান তোলা হয়। বিক্ষোভের মুখেও পড়েন শোভন-বৈশাখী। বার বার তাঁদেরকে বাধা দেওয়া হয়। দীর্ঘক্ষণ আটকে থাকে তাঁদের গাড়ি। পরে নিরাপত্তারক্ষীদের সহায়তায় সন্ধে ৬টা নাগাদ সভাস্থলে পৌঁছন শোভন-বৈশাখী। পুরো ঘটনায় তীব্র অস্বস্তি পড়েন তাঁরা দু’জনে। বিজেপি-র অভিযোগ, ওই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে।