
কলকাতায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি নেতার বাড়ির একতলায় থাকা বেআইনি দোকানঘর !
এবার খাস কলকাতায় বুলডোজার দিয়ে ভাঙা হল বিজেপি নেতার বাড়ির একাংশ বলে অভিযোগ। এই ঘটনায় খাস কলকাতায় শোরগোল পড়ে গিয়েছে। উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একতলায় থাকা দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় কলকাতা পুরসভা বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকার বিডন স্ট্রিটে। ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বেআইনি বলেই কলকাতা পুরসভা ওই অংশ ভেঙে দিয়েছে। এতে রাজনীতির কি আছে!’ ওই নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে আলোড়ন পড়ে যায়। আজ, শনিবারও এলাকায় রয়েছে রাজনৈতিক উত্তেজনা। কলকাতা পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় তার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন বিজেপি নেতা সুনীল সিং বলে সূত্রের খবর। এই ঘটনা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ বিজেপি নেতা। সুনীল সিং এই নিয়ে অভিযোগ করেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। বৃদ্ধ বাবা ডায়ালিসিসের রোগী। বাড়িতে বুলডোজার চালানোর আগে কোনও নোটিশ দেওয়া হয়নি। পুলিশ দাঁড়িয়ে দেখলেও কোনও ব্যবস্থা নেয়নি। সেখানে আরও অনেক দোকান আছে। সেই সব দোকানে তো বুলডোজার চলেনি। আমি বিজেপি করি বলেই কি এই ঘটনা ঘটল? পুলিশে অভিযোগ করেও লাভ হয়নি।’