
দ্বিতীয় দিনেও বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির
প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও উত্তাপ জারি রাজ্য বিধানসভায় । মঙ্গলবারও বিধানসভায় বিজেপি বিধায়কদের তীব্র বিক্ষোভে উত্তাল হল অধিবেশন । ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিয়ে এদিন মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা । কিন্তু বিষয়টি আগেই আলোচনা হয়ে গিয়েছে বলে সেই প্রস্তাব খারিজ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এই সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার ভেতরে স্লোগান তুলতে থাকেন বিজেপি বিধায়করা । বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে, স্পিকার নিজের আসন ছেড়ে উঠে বিজেপি বিধায়কদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন । কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে, শেষমেশ প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা । বিক্ষোভের মধ্যেই বিধানসভার কার্যবিধির তথ্য দিয়ে যে কাগজ দেওয়া হয়, তা ছিঁড়ে ফেলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক ।