রামপুরহাটে যাচ্ছেন ৫৫ বিজেপি বিধায়ক

রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হলেন৫৫ জন বিজেপি বিধায়ক ৷ বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে কিড স্ট্রিটের বিধায়ক হস্টেল থেকে রামপুরহাটের বগটুইয়ে যাচ্ছে দু’টি বাস । বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুপুর ২টায় বগটুই গ্রামে পৌঁছবেন। অন্যদিকে, আজ রামপুরহাটের বগটুই যাচ্ছেন ৫ সদস্যের বিজেপি প্রতিনিধি দল । বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গঠিত এই দলে রয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল, মুম্বইয়ে প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং, কর্নাটকের প্রাক্তন পুলিশ কর্তা কে সি রামমূর্তি । এই দল বগটুইতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে প্রমাণ সংগ্রহ করবেন ৷ তারপর দিল্লিতে শীর্ষনেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে ।

error: Content is protected !!