গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের  দ্বারস্থ সৌমিত্র খাঁ

জ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। শাসক বিরোধী সব পক্ষই প্রচারে ঝাঁপাচ্ছে। সেই আবহে গ্রেফতারের আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁর অভিযোগ, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। সেই মামলার জেরে পঞ্চায়েত ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাই আগেভাগে হাইকোর্টের রক্ষাকবচ চেয়ে বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন করেছেন সৌমিত্র। আদালত সূত্রে খবর, বিচারপতি তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।

error: Content is protected !!