৩ পুরসভার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি
বিধাননগর, চন্দননগর এবং আসানসোল, তিন পুরনিগমের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। শুক্রবার দলের রাজ্য দফতরে এই অনুষ্ঠানে ছিলেন শমীক ভট্টাচার্য, সাংসদ অর্জুন সিং এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আসন্ন আসানসোল পৌরনিগমের নির্বাচনে টিকিট পেলেন না শহরের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ শুক্রবার আসন্ন পৌরভোটের জন্য বিধাননগর, আসানসোল ও চন্দননগর পৌরনিগমের প্রার্থীতালিকা প্রকাশ করে বিজেপি (৷ এদিন কলকাতায় দলের সদর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানেই প্রার্থীতালিকা প্রকাশ করেন দলের নেতারা ৷ উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, অর্জুন সিং, প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়-সহ অন্যরা ৷ শনিবারই দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন তাঁরা ৷ সূত্রে খবর, সংশ্লিষ্ট তিনটি পৌরনিগমেই ভোটের বৈতরণী পার করতে দলের আদি সদস্যদের উপর ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব ৷ আর সেই কারণেই টিকিট বণ্টনের ক্ষেত্রে সদ্য বিজেপিতে আসা নেতা, কর্মীদের বদলে পুরনোদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ একই কারণে আসানসোল পৌরনিগমে প্রার্থী হতে পারলেন না তৃণমূল থেকে বিজেপিতে আসা জিতেন্দ্র তিওয়ারি ৷ যদিও অন্য একটি সূত্রের দাবি, আসানসোলে আসন্ন লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি ৷