মিলল না পুলিশি অনুমতি, বেহালায় বাতিল মিঠুনের রোড শো

বেহালা কেন্দ্রে শেষ মুহূর্তে তারকা মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। তাই বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল বিজেপির। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় বাতিল হল বৃহস্পতিবারের সেই কর্মসূচি। টালিগঞ্জে তাঁর রোড-শো নিয়ে অব্যাহত জটিলতা। এখনও সেই রোড-শোয়ের পুলিশি অনুমতি মেলেনি।এই ঘটনায় সকাল থেকে বেহালার পর্ণশ্রী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বেলা বাড়তেই পর্ণশ্রী থানা ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সমর্থকরা। 

error: Content is protected !!