নেতাজি মূর্তিতে মাল্যদান ঘিরে রণক্ষেত্র ভাটপাড়া!

নেতাজির জন্মবার্ষিকীতে উত্তপ্ত ভাটপাড়া। মূর্তিতে মাল্যদান ঘিরে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালানর অভিযোগ সিআইএসএফের বিরুদ্ধে।  বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়ার চাদু মাঠে জান নেতাজু মূর্তিতে মাল্যদান করতে। এখানেই এসে পৌঁছান ভাটপাড়ার পুর প্রশাসক এবং তার সঙ্গীরা। সেখান থেকে শুরু হয় বচসা। সেই বচসা গড়ায় হাতাহাতি এবং ইটবৃষ্টিতে। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফের শূন্যে ৭ রাউন্ড গুলি চালায় এমনটাই অভিযোগ। অবস্থা নিয়ন্ত্রণে আনতে এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিস বাহিনী। পাশাপাশি এখানে যেসব নেতারা এখানে এসেছিলেন  তাদের সকলেই এই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছে পুলিস বাহিনী। যদিও সিআইএসএফের কেন শূন্যে গুলি চালানো হল তা এখনও পরিষ্কার নয়।

error: Content is protected !!