পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে শুভেন্দুর মিছিলের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত ৪

শুভেন্দু অধিকারীর মিছিলের আগে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ, শনিবার ভূপতিনগর থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিজেপি। পূর্ব মেদিনীপুরের মাধাখালি ব্রিজের কাছে আচমকা দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিসকর্মীরা কোনওক্রমে পরিস্থিতি সামাল দেন। আপাতত এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিসবাহিনী। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে কটূক্তি করে। প্রতিবাদ জানানো হলে গেরুয়া শিবিরের কর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মীদের উপর। রীতিমতো লাঠি নিয়ে আক্রমণ চালানো হয়। বিজেপির পাল্টা অভিযোগ, তাদের কর্মীরা শান্তিপূর্ণভাবেও মিছিলের উদ্দেশে যাচ্ছিলেন। তৃণমূলের কর্মী-সমর্থকরাই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। 

error: Content is protected !!