বিধানসভার বাইরে ডেঙ্গু নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

বাংলায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। কেবল জুলাইয়েই ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।  ডেঙ্গি মডেলকে সামনে রেখেই বিধানসভায় বিজেপির ওয়াক আউট। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপি। সেই দাবি খারিজ হওয়াতেই বিধানসভার অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের বক্তব্য, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্তই খারাপ। সেক্ষেত্রে তথ্য গোপন করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাসা ভাসা কথা বলেছেন, তাতে কোনও বিস্তারিত তথ্য নেই। সেই কারণেই এই পরিস্থিতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই রাজ্যের কয়েক লক্ষ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। শ’খানেক মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই তথ্য চেপে যাওয়া হচ্ছে।