এবার বিহারেও ব্ল্যাক ফাংগাসের থাবা
এবার বিহারে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসের থাবা। কোভিড থেকে সেরে ওঠার পর ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত মুজাফফরপুরের ৫২ বছর বয়সি এক মহিলা। তিনি এখন চিকিৎসাধীন। এরই মধ্যে ব্ল্যাক ফাংগাস উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের পাশাপাশি দিল্লি ও অন্যান্য জায়গায়। শুধুমাত্র মহারাষ্ট্রে এই রোগে আক্রান্ত ২ হাজারের বেশি মানুষ, তার মধ্যে ১১১ জন কোভিড জয়ী রোগী মুম্বইয়ে চিকিৎসাধীন। অনেকেই এরই মধ্যে দৃষ্টিশক্তি হারিয়েছেন এই রোগে। রোগটি কোভিড আক্রান্তদের জন্য ভীষন মারাত্মক কারণ এর মারণ ক্ষমতা ৫০% বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।