ইদের আগেই মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ, গ্রেপ্তার দুই

ইদের ঠিক আগে বড়সড় বিস্ফোরণ মসজিদে। রবিবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের বিড জেলায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই জন এলাকারই বাসিন্দা। ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎ বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। খোঁজ নিয়ে জানা যায়, মসজিদের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। ভোর ৪টে নাগাদ পুলিশকে এই বিস্ফোরণের খবর দেন গ্রাম প্রধান। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন তালাওয়াড়া থানার পুলিশ। তদন্তে জানা যায়, মসজিদের পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছিল অভিযুক্ত এক যুবক। এরপর জিলেটিন স্টিক দিয়ে মসজিদের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় মসজিদের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গিয়েছে দেওয়ালের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিডের পুলিশ সুপার নবনীত কানওয়াত ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

error: Content is protected !!