ইতালিতে শরণার্থী বোঝাই নৌকাডুবি, মৃত ৫৯
ইতালির দক্ষিণ উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল ৫৯জন শরণার্থীর। মৃতদের মধ্যে ১২ জন শিশুও রয়েছে বলে খবর। দক্ষিণ ইতালির ক্রম্পটনের কাছে সমুদ্রে প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায় দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি। ঘটনাটি ঘটেছে, গতকাল, রবিবার ক্যালাব্রিয়া উপকূল সংলগ্ন সমুদ্রে। নৌকাটি আফ্রিকার দিক থেকে সমুদ্রপথে ইতালির দিকে আসছিল বলে অনুমান। ইতালির প্রশাসন জানিয়েছে, নৌকাটিতে বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান ও সোমালিয়া থেকে আসা শরণার্থীরা ছিলেন।