
মন্দারমণির সৈকতে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন দেহ
এবার দিঘারমন্দারমণিতে চাঞ্চল্য ছড়াল উদ্ধার হওয়া তরুণীর দেহ ঘিরে। সোমবার সকালে মন্দারমণি আর চাঁদিপুরের মাঝামাঝি এলাকায় উদ্ধার হয়েছে এক তরুণীর অর্ধনগ্ন দেহ। এলাকার কিছু স্থানীয় বাসীন্দা সোমবার সকালে ওই তরুণীর দেহ দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়দের দাবি, তরুণীকে যখন উদ্ধার করেন তাঁরা, তরুণীর শরীরে সেই সময় কেবল অন্তর্বাস ছিল। তিনি স্থানীয় বাসীন্দা নন বলেও জানিয়েছেন এলাকার লোকজন। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। এখনও পর্যন্ত ওই তরুণীর কোনও পরিচয় জানা যায়নি। তিনি কে, কোথা থেকে এসেছিলেন বা কাদের সঙ্গে এসেছিলেন? কিম্বা দেহ ভেসে এসেছে কিনা অন্য কোথাও থেকে? একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। দেহ ময়নাতদন্ত হবে।