দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিশের দেহ

হাইকোর্টের নির্দেশ মেনে আমতার ছাত্রনেতা আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ডিস্ট্রিক্ট জাজ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট আধিকারিক এবং আইনজীবিদের সামনে সোমবার দুপুরে কবর থেকে তোলা হল। এদিন সকাল দশটার কিছু পরে সিটের হাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিশের দেহ তুলে দেয় তাঁর পরিবার। এদিন সকালেই আনিসের বাড়িতে পৌঁছে যান সিট সদস্যরা। কথা বলেন আনিসের বাবা সালেম খানের সঙ্গে। জানা গেছে, অসুস্থতার জন্য সালেম ছেলের দেহ তোলার সময় সামনে থাকতে পারবেন না বলে জানান। আনিশের দাদার উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয় ৷ ডিস্ট্রিক্ট জাজের সামনে সিট আধিকারিকরা কবর খুঁড়ে দেহ নিয়ে যান এসএসকেএমে। গোটা প্রক্রিয়াটিরই ভিডিও রেকর্ডিং করা হচ্ছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। 
আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্তে করতে ৩ জন অটোপসি সার্জেনকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ টিম। এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্তে বাড়ির লোক, বারাসতের জেলা জজ সবাই উপস্থিতি থাকবেন। গ্রিন কড়িডোর করে আনিসের দেহ এসএসকেএমে নিয়ে আসা হয়।

error: Content is protected !!