জেলা মুর্শিদাবাদে ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে দেহ উদ্ধার by সংবাদ AME বাংলা 24X 7 মুর্শিদাবাদের ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে ময়ূরাক্ষী নদীর ঘাটে পড়ে থাকা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য। মৃতদেহটি পড়ে থাকতে দেখেন ওই এলাকার বাসিন্দারা। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/