ভোররাতে বন্দুক থেকে ছিটকে বুলেটবিদ্ধ গোবিন্দা

ভোররাতে বন্দুক থেকে ছিটকে বুলেটবিদ্ধ গোবিন্দা। নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে আহত হয়েছেন তিনি। মঙ্গলবার ভোর পৌনে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে তাঁর নিজের বাড়িতে। আইসিইউতে ভর্তি করা হয়েছে অভিনেতা গোবিন্দাকে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গোবিন্দা মুম্বইয়ের বাড়িতে ওই বন্দুক পরিষ্কার করছিল। সেই সময়ই মিসফায়ার হয়ে যায়। গুলিটি লাগে তাঁর হাঁটুতে। এই মুহূর্তে তিনি মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিবারের পক্ষ থেকে গুলি লাগার প্রসঙ্গে এখনও কোনও তথ্য সামনে আসেনি।  অভিনেতার ম্যানেজার শশী সিং জানিয়েছেন, ২ অক্টোবর কলকাতায় শান্তি পল্লী পূজা সমিতি পুজোর উদ্বোধনে আসার কথা ছিল অভিনেতার ৷ তাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গোবিন্দা এদিন সকালে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । বেরনোর আগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

error: Content is protected !!