বিস্ফোরণে কেঁপে উঠল হালিশহরের জগন্নাথ ঘাট, মৃত এক কিশোর, আহত কয়েকজন

উত্তর ২৪ পরগনার হালিশহরে বোমা বিস্ফোরণ ঘিরে ছড়াল আতঙ্ক। বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নৈহাটি থানার পুলিশ। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়েছে ঘটনাস্থলে।  নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থলের আশেপাশে ঘিরে ফেলা হয়েছে। ঘটনায় পর থেকেই দু’জন কিশোর নিখোঁজ বলেই দাবি স্থানীয়দের। যদিও পুলিশ এবিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে যান বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ অন্যান্য আধিকারিকেরা।  ঘাটের সামনে জখম অবস্থায় পড়ে কয়েকজন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। সঙ্গে সঙ্গে তাঁরা আহতদের নিয়ে হাসপাতালে ছোটেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সুমিত সিং বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত যুবকের সম্পর্কে  বিশদে কিছু জানা যায়নি এখনও। হাসপাতালে ভর্তি অন্তত ২ কিশোর।

error: Content is protected !!