
পুরভোটের আগেই বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূম, বোমা ফেটে আহত ১ বালক
বীরভূমের রামপুরহাটে ভয়াবহ বিস্ফোরণ। সামনের রবিবার বীরভূমের রামপুরহাট পুরসভার ভোট। তার আগে মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে উঠল রামপুরহাট শহরের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনপট্টি। ঘটনায় আহত হয়েছে মুকসেদ শেখ নামের এক বালক। বিস্ফোরণের ফলে তার হাতের একাংশ উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাটের মহাজনপট্টি এলাকায় জঞ্জালের স্তূপে বোতল খুঁজছিল মুকসেদ শেখ। আচমকা বিকট শব্দ পান স্থানীয়রা। এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন আবর্জনার স্তূপের পাশে রক্তে ভেসে যাচ্ছে এলাকা। পাশে জখম অবস্থায় পড়ে রয়েছে কিশোর। তড়িঘড়ি আহত বালককে পাঠানো হয় রামপুরহাট হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তার। সূত্রের খবর, ওই কিশোরের পা ও মাথায় চোট লেগেছে। উড়ে গিয়েছে হাতের একাংশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আবর্জনার স্তূপের মধ্যে বোমা রাখা ছিল। নড়াচড়া হওয়ায় ফেটে যায় সেগুলি।