ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! আটক যাত্রী

শনিবারের পর মঙ্গলবার ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে! উড়ান সংস্থা ইন্ডিগো সূত্রে খবর, মুম্বইগামী একটি বিমান স্টপওভারের জন্য কলকাতায় অবতরণ করে ৷ বিমানের এক যাত্রী জানান, তাঁর কাছে বোমা আছে ৷ এরপরই বিমানটিকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় ৷ এই ঘটনায় ২৬ বছরের তরুণ ওই যাত্রীকে আটক করা হয় ৷ স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে ৷ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র আধিকারিক জানিয়েছেন, ইন্ডিগোর একটি মুম্বইগামী বিমান ইম্ফল থেকে রওনা দিয়ে কলকাতায় অবতরণ করে ৷ এখান থেকে যাত্রী নিয়ে মুম্বই যাওয়ার কথা ছিল ৷ সাধারণত কোনও বিমান ট্রানজিটের জন্য অপেক্ষা করার সময় সেটিকে ভালো করে পরিষ্কার করা হয় ৷ তল্লাশি চালানো হয় ৷ এমন সময় এক যাত্রী নিরাপত্তা আধিকারিককে জানান তাঁর কাছে বোমা রয়েছে ৷ ওই যাত্রী ইম্ফল থেকে বিমানে উঠেছিলেন ৷ তাঁর গন্তব্য ছিল মুম্বই ৷ কেন তিনি এই কথা বললেন, তা এখনও স্পষ্ট নয় ৷ স্থানীয়দের অনুমান, বিমানটি পরিষ্কারের সময় বিরক্ত হয়ে তিনি এই কথা বলেন ৷

error: Content is protected !!