বেঙ্গালুরুগামী ইন্ডিগোতে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের

ফের ইন্ডিগো বিমানের যাত্রীরা বিপাকে। এবার কোচি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক। বোমা হামলার হুমকি দিয়ে ফোন যায় বিমান কর্তৃপক্ষের কাছে। বিমানের মধ্যে বোমা রয়েছে বলে একটি নির্দিষ্ট হুমকি আসে। এরপরই বিমানের সমস্ত যাত্রীদের তড়িঘড়ি করে নামিয়ে নেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ কোচি বিমানবন্দর থেকে ওড়ার সময় ওই ইন্ডিগো বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই বিমানটি থেকে যাত্রী এবং মালপত্র নামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। তবে, এখনও পর্যন্ত বিমানে কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। সূত্রের খবর, বোমা হামলার হুমকির পরেই বিমানটিকে বিমানবন্দরের একপাশে সরিয়ে রেখে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছে। ঘটনায় তদন্ত জারি রয়েছে। 

error: Content is protected !!