কর্ণাটকে লাইভ কনসার্ট চলাকালীন আক্রান্ত জনপ্রিয় সঙ্গিতশিল্পী কৈলাস খের
লাইভ কনসার্ট চলছিল সঙ্গিতশিল্পী কৈলাস খেরের। দেশের অন্যান্য জায়গার মতো কর্ণাটকের হাম্পিতেও তাঁকে শুনতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। গায়কের সুরে যখন মুগ্ধ সকলে, সেই সময় আচমকাই ছন্দ পতন! হঠাৎই দর্শক আসন থেকে তাঁর দিকে সজোরে উড়ে এল একটি বোতল? অল্পের জন্য গা ঘেঁষে বেরিয়ে গেল বোতলটি। একটি ভিডিওতে ধরাও পড়েছে সেই দৃশ্য। তবে কী কারণে ‘তেরি দিওয়ানি’ খ্যাত গায়কের ওপর এই হামলা? বলিউডে কৈলাস একজন ভালো গায়ক হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও পরিচিত। তাঁর নম্র ব্যবহার ও কথাবার্তাতেও মুগ্ধ হন অনেকেই। তাঁর ওপর কারও কোনও ক্ষোভ থাকতে পারে, এই ভেবেই হতবাক গিয়েছেন অনেকে। জানা গিয়েছে, কর্ণাটকে গান গাইতে গিয়েও একটিও কন্নড় গান গাননি তিনি। তাই সামনের দর্শকাসনে বসে থাকা অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। এমন সময় সামনের সারিতে থাকা প্রদীপ ও সুরেশ নামে দুই ব্যক্তি গায়ককে লক্ষ্য করে মঞ্চের দিকে বোতল ছুঁড়তে শুরু করেন। সেগুলির মধ্যেই একটি বোতল কৈলাস খেরের গা ঘেঁষে বেরিয়ে যায়। অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।