রাজ্যের মুখ্যসচিব হলেন বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী

রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন ভগবতী প্রসাদ গোপালিকা । আর স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হলেন বর্তমান পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী । প্রসঙ্গত, আজ অর্থাৎ রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশনের মেয়াদ শেষ হয় । আগেই জানা গিয়েছিল, পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা । মনে করা হচ্ছিল, স্বরাষ্ট্রসচিব করা হতে পারে বর্তমান অর্থসচিব মনোজ পন্থ বা আরেক শীর্ষ আমলা বিবেক কুমারের মধ্যে একজনকে । কিন্তু রবিবার বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত নন্দিনী চক্রবর্তীকেই স্বরাষ্ট্রসচিব করা হল ।বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট আস্থাভাজন অফিসার নন্দিনী চক্রবর্তী । পর্যটন দফতর ছাড়াও তিনি সামলেছেন রাজভবনের প্রধান সচিবের দায়িত্ব । নন্দিনী চক্রবর্তীকে বিভিন্ন সময়ে নানা উত্থান পতনের মধ্যে দিয়েও যেতে হয়েছে । ১৯৯৪ সালের এই আইএএস একসময় মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্রী হিসেবেই পরিচিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা তথ্য সংস্কৃতি দফতরের সচিবের দায়িত্ব সামলেছেন তিনি । একইসঙ্গে শিল্পোন্নয়ন দফতরের অধিকর্তার দায়িত্ব দেওয়া হয় তাঁকে । পরবর্তীতে তাঁকে আবার সুন্দরবন উন্নয়নের মতো দফতরেও সরিয়ে দেওয়া হয় । নবান্নের অন্দরে তাঁকে তথ্য সংস্কৃতি দফতর থেকে থেকে সরিয়ে দেওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যায় । পরবর্তীতে রাজভবনের সচিব থাকাকালীন আবার মুখ্যমন্ত্রীর নজরে পড়েন তিনি । বর্তমান রাজ্যপাল তাঁকে সরিয়ে দেওয়ার পর তাঁকে রাজ্যের পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয় । সেখান থেকেই এ বার মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব হলেন নন্দিনী চক্রবর্তী । পাশাপাশি তিনি পর্যটন দফতর ও পরিষদীয় দফতরও সামলাবেন ৷ কাজেই তাঁর উপর মুখ্যমন্ত্রীর যে যথেষ্ট আস্থা রয়েছে, তা স্পষ্ট ৷ এ দিকে, আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর কার্যকাল শেষ হওয়ার পর বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ থেকেই অর্থ দফতরের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হচ্ছেন । অতীতে অর্থ দফতরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে বর্তমান মুখ্যসচিবের । ফলে আজ দুপুর আড়াইটের পর থেকেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করছেন বলে খবর ।