
শিক্ষামন্ত্রীর উপর ‘হামলার প্রতিবাদে রাস্তায় নামলো অরূপ-সায়নীরা!
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী শিক্ষক-অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ। এসএফআই ও অন্যান্য বামসমর্থিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পোস্টার, ব্যানার হাতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, এরপর দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় ভাষণ দেওয়াকালীন সেখানে ঢুকে চেয়ার ভাঙচুর করে ‘তাণ্ডব’ চালায় বামপন্থী ছাত্রদের কয়েকজন।। এর পরেরই SFI-এর অবরোধে যানজট সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় যাদবপুর এইট বি-র সামনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ সন্ধ্যা নামতেই রাস্তা অবরোধে বসে পড়েন। আন্দোলনকারীদের সঙ্গে বচসা অফিস ফেরতা সাধারণ মানুষদের। নিত্যযাত্রীদের চাপে সেই অবরোধ তুলতে বাধ্য হলেন তাঁরা। এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় নামল RAF। এদিকে, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হেনস্তার প্রতিবাদ জানিয়ে মিছিলে রাস্তায় নামল তৃণমূলের অরূপ-সায়নীরা।এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না ? তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না ?এটা কী গণতন্ত্র ? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি যে, ওদের হিম্মত আছে যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কোনও বিশ্ববিদ্যালয়ে, বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন, সেখানে গিয়ে এইভাবে বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে? মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে ? ওরা পারবেন ? গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে।’