ঝাড়খণ্ডে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু
মধ্যরাতে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে একটি নির্মীয়মাণ সেতুর গার্ডার ভেঙে পড়ল। এর জেরে নির্মীয়মাণ সেতুর একটি পিলার কাত হয়ে যায়। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দেওরি ব্লকে আরগা নদীর উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই সেতু ভেঙে পড়ার দুর্ঘটনা প্রসঙ্গে গিরিডির সড়ক নির্মাণ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনয় কুমার বলেন, ‘একটি সিঙ্গেল স্প্যান গার্ডার ভেঙে পড়ে এবং একটি পিলার হেলে পড়ে। ঠিকাদারকে ওই অংশটি পুনর্নির্মাণের জন্য বলা হয়েছে।’ এদিকে যে সেতুটি ভেঙে পড়েছে, সেটি নির্মাণের খরচের বিষয়ে প্রশ্ন করা হলে অবশ্য তিনি সেই বিষয়ে কিছু জানাননি। রিপোর্ট অনুযায়ী, এই সেতুর মাধ্যমে ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামগুলিকে পার্শ্ববর্তী বিহার রাজ্যের জামুই জেলার গ্রামগুলির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইঞ্জিনিয়ার জানান, ধসে পড়া গার্ডারের ঢালাই মাত্র এক সপ্তাহ আগে করা হয়েছিল। এবং এই গার্ডারের কাস্টিং জোরদার করতে কমপক্ষে ২৮ দিন সময় লাগত। এরই মাঝে ভারী বৃষ্টি হয় সেখানে।