
মেয়ের সম্মান বাঁচাতে প্রতিবাদ করতে গিয়ে মোদি রাজ্যে বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুন!
মোদির রাজ্যেই সেনাকর্মী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে গেল। প্রশ্ন তুলে দিল একটি ঘটনা।। মেয়ের আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক যুবক। বাবা, যিনি একজন সেনাকর্মী, তিনি এই খবর পেয়ে স্ত্রীকে নিয়ে যুবকের বাড়ি পৌঁছন। সঙ্গে ছিল দুই ছেলে ও এক ভাইপো। কেন ওই যুবক ওই ভিডিয়ো পোস্ট করেছে জানতে চাইলে ওই যুবক এবং তাঁর পরিবারের সদস্যরা ওই সেনাকর্মী, তাঁর স্ত্রী, ছেলে এবং ভাইপোর ওপর চড়াও হয়। তাদের মারধর করে। মারধরে স্বামী-স্ত্রী গুরুতর চোট পান। তারা পরে নিকটবর্তী থানায় ওই যুবক এবং পরিবারের কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে। পুলিশ ওই যুবকের বাড়ি পৌঁছে তাকে ও পরিবারের কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। জানা গিয়েছে, সেনাকর্মীর মেয়ের সঙ্গে ওই যুবকের ভাব-ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে সে আপত্তিকর অবস্থা মোবাইলে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ওই যুবক এবং সেনাকর্মীর মেয়ে এক স্কুলেই পড়ুয়া। যদিও জানা যায়নি কোথায় ওই যুবক তার প্রেমিকার আপত্তিকর অবস্থার ছবি মোবাইলে রেকর্ডিং করে। ঘটনাটি ঘটেছে মোদির রাজ্য গুজরাতে। এই ঘটনায় পর নিরাপত্তাকর্মী এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে গেল। যদি নিরাপত্তাকর্মীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের অবস্থা সঙ্গিং সেটা সহজেই অনুমেয়।