বনগাঁর পেট্রাপোল সীমান্তের পুকুর থেকে পাওয়া গেল প্রায় ২.৫৭ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট
বড়সড় সাফল্য বিএসএফের। পুকুর থেকে পাওয়া গেল প্রায় ২.৫৭ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট । ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি পুকুরে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ১৫৮ বর্ডার সিকিউরিটি ফোর্সের সুনির্দষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি জলাভূমি এলাকায় অনুসন্ধানের চলছিল। সেই সময় সময় ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারগুলির ওজন প্রায় ৪.৬০ কেজি। ভারতীয় বাজারে তার মূল্য ২.৫৭ কোটি টাকা বলে বিএসএফ সূত্রে খবর।