অধিবেশন শুরুর আগে সাংসদদের উদ্দেশে বার্তা প্রাধনমন্ত্রীর

আজ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর আগে সাংসদদের উদ্দেশে সুষ্ঠভাবে এই অধিবেশন সম্পন্ন করার কথাও উল্লেখ করেন প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বাজেট অধিবেশন যত সফল হবে, দেশের উন্নতির পথ তত প্রশস্ত হবে”। পেগাসাস থেকে ভারত-চিন সীমান্তের সমস্যা ঘিরে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন। উপরন্তু রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। সবমিলিয়ে বাজেট অধিবেশন উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। গত দু’টি অধিবেশনও উত্তাল হয়েছিল। ক্রমাগত বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরাও। এবার যাতে তেমন কিছু না হয়, সেই কারণে আগেভাগেই সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী সাংসদদের উদ্দেশ্যে বলেন, “ভোট প্রভাব ফেলবে অধিবেশনে। কিন্তু মনে রাখবেন নির্বাচন আসবে যাবে। বাজেট সারা বছরের দেশের আর্থিক আয়-ব্যয়ের খতিয়ান। এই অধিবেশনের সাফল্যর উপর দেশের আর্থিক অগ্রগতি নির্ভর করে থাকে।” সোমবার সংসদ শুরু আগেই সাংসদের এইরকমই বার্তা দিলেন প্রধানমন্ত্রী । সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে মোদি বলেন, “দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে, দেশের টিকাকরণ কর্মসূচীও দ্রুত গতিতে এগোচ্ছে। পাশাপাশি দেশেও তৈরি হচ্ছে করোনা টিকা। দেশের সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে । এই বাজেট অধিবেশনের আলোচনা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আগামীদিনে ।” সেইসঙ্গে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই অধিবেশনে রাজনৈতিক নেতা ও সাংসদরা খোলা মনে আলোচনা করবেন । দেশের উন্নতির সম্ভবনা নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কয়েকমাসের মধ্যেই পাঁচটি রাজ্যে নির্বাচন আছে। ইতিমধ্যেই সেই সমস্ত রাজ্যের রাজনৈতিক নেতারা নির্বাচনী ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন । তাই রাজনৈতিক প্রভাব বাজেট অধিবেশনে যেন প্রভাব না ফেলে । দেশকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে । দেশে অর্থনীতিকে ও চাঙ্গা করবে। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, গত বছর শীতকালীন ও এবং বাদল অধিবেশন ভেস্তে গিয়েছিল বিরোধীদের কারণে। তাই এবার বাজেট অধিবেশনকে সফল করতে হবে ।

error: Content is protected !!