রায়গঞ্জে খড়ের গাদার মাঝে স্কুটি-সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার

রায়গঞ্জে খড়ের গাদার মাঝে স্কুটি-সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ধোঁয়ারই এলাকায় এমন ভয়ানক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বিট্টু ক্ষেত্রি। বাড়ি হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। বাড়িতে তাঁর অন্তসত্ত্বা স্ত্রীও রয়েছেন। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার ধোঁয়ারই এলাকায় সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে বিষয়টি নজরে আসে কিছু মানুষের। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ সেখানে ভিড় জমান। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। উপস্থিত হন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়-সহ পদস্থ কর্তারা। দেহটি পুরোপুরি পুড়ে গিয়েছে। হেমতাবাদ থানার পুলিশ পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। আতঙ্কিত সাধারণ মানুষজন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

error: Content is protected !!