মেছুয়া বাজারের ঘটনায় বিস্তারিত রিপোর্ট তৈরি করে তদন্তের নির্দেশ মুখমন্ত্রীর

বড়বাজারের মেছুয়া এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরি-স্টিফেন কোর্টের স্মৃতি ফেরলা। মেছুয়ার ফলপট্টির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪। অগ্নিকান্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিঘায় আছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফোন করে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেন বলে সূত্রের খবর। এই বেসরকারি হোটেল নিয়ে তদন্তে সিট গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের পরই গোটা বিষয়টি নিয়ে দিঘা থেকে টেলিফোনে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তদন্তের নির্দেশ দিয়েছেন। নিরাপদে যাতে সেখান থেকে সকলকে বের করা হয় সে নির্দেশও দিয়েছেন তিনি। আর আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন তিনি। আজ মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে। মৃতদেহগুলিকে কলকাতা মেডিক্যাল, এনআরএস, আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের ২ লাখের ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!