মধ্যপ্রদেশের সিধিতে ৩টি বাসে ধাক্কা মারল সিমেন্ট বোঝাই ট্রাক, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৭, আহত ৫০

মধ্যপ্রদেশের সিধিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। জখম হয়েছেন ৫০ জন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে  পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে, গতকাল রাত ৯ টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ২টি বাস রাস্তার ধারের ১০ ফুট গভীর খাদে পড়ে যায় ও একটি বাস যাত্রী সমেত উল্টে যায়। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

error: Content is protected !!