মুর্শিদাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত চালক, আহত ১২

ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদে। মঙ্গলবার সকালে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাসের চালকের। আহত হয়েছেন ১২ জন যাত্রী। জখম যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার মধ্যে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার মধ্যে একটি গাড়ি পাশ কাটাতে গিয়ে সামনে থাকা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। যথেষ্ট গতি থাকায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় লরিটিও। এই দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন বাসের চালক এবং ১৬ জন যাত্রী। বাসের মধ্যে আটকে পড়েন অনেকে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। জখম বাস চালক ও যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক বাসের চালককে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জখম যাত্রীদের মধ্যে একাধিক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে কলকাতায় স্থানান্তর করা হতে পারে বলে খবর। অন্যদিকে দুর্ঘটনার পর থেকে বেপাত্তা লরির চালক। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!