পার্ক সার্কাসে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, রেষারেষি করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা

ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। দু’টি বাস রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের উপর। আন্দুল-নিউটাউন রুটের বাসটি পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজ দিয়ে যাচ্ছিল। পাশ দিয়ে অপর একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। আন্দুল-নিউটাউন রুটের বাসটি ওভারটেক করার চেষ্টা করছিল। তার ফলে গতি ক্রমশ বাড়াতে থাকে সে। বাসটির পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগে।বেশ কয়েকজন বাস যাত্রী জখম হয়েছেন। তবে কারও আঘাতই তেমন গুরুতর নয়। বাসচালককে আটক করেছে পুলিশ। তবে কন্ডাক্টর পলাতক। এদিকে, অফিস টাইমে এই দুর্ঘটনার জেরে পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজে তীব্র যানজট তৈরি হয়। যদিও পুলিশ কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

error: Content is protected !!