দিঘা থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ৩০

আজ ভোররাতে দিঘা থেকে ফেরার পথে বাস উল্টে আহত হল ৩০ জন। তাঁদের মধ্যে ৯ জন আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিত্‍সাধীন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে খলিশানী কালিতলায়। জানা গিয়েছে, বারাসতের দেগঙ্গা এলাকার প্রায় ৭০ জন ওই বাসে করে দিঘা গিয়েছিলেন। শুক্রবার ভোর রাতে বারাসতে ফিরছিলেন তাঁরা। রাস্তা ফাঁকা থাকার কারণে স্বাভাবিকভাবেই দ্রুত গতিতে ছুটছিল বাস। রাজাপুর থানার খলিসানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরই উলটে যায় বাসটি। তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় রাজাপুর থানায়। এরপর স্থানীয় বাসিন্দা ও পুলিশের তত্‍পরতায় বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। ইতিমধ্যেই তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিত্‍সা চলছে। বাকি আহতদের প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়েছে। সম্ভবত এই দুর্ঘটনায় জখম হয়েছেন বাসের চালক ও খালাসিও। পুলিশের তরফে ইতিমধ্যেই জখমদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর।

error: Content is protected !!