দক্ষিণ ২৪ পরগনার সরবেড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস

দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা সরবেড়িয়াতে সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ডহারবার থেকে ১৫ জন যাত্রী নিয়ে রায়দিঘি যাচ্ছিল বেসরকারি বাসটি ৷ প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ টায়ার ফেেটে ডানদিকে উল্টে যায় বাসটি ৷ যাত্রীদের সামান্য চোট লাগলেও বাসের হেল্পার গুরুতর জখম হয়েছেন ৷ তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷

error: Content is protected !!