এবার ভিন রাজ্য থেকে আসা বাস যাত্রীদেরও রাখতে হবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট

বিমান এবং ট্রেনের পর এবার বাসেও চালু হচ্ছে আরটি-পিসিআর টেস্ট। এবার থেকে বাসে ভিন রাজ্য থেকে এরাজ্যে আসতে গেলে সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। বাসে ওঠার ৭২ ঘন্টা আগে যাত্রীকে এই পরীক্ষা করাতে হবে। রাজ্য পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এখবর। শনিবার পরিবহন দপ্তরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পরিবহনের একটি সূত্র জানিয়েছে, সরকারি এবং বেসরকারি, যাত্রী যে বাসে চড়েই আসুন না কেন, বাসে ওঠার সময় তাঁকে অবশ্যই সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। ডিপোতে পৌঁছনোর পর প্রতিটি যাত্রীকে এই রিপোর্ট দেখাতে হবে। না হলে ওই যাত্রীকে পরীক্ষা করা হবে। সেইসঙ্গে অবশ্যই পড়তে হবে মাস্ক ও মানতে হবে সামাজিক দূরত্ব। বাসে ওঠার আগে যাত্রীদের থার্মাল চেকিং করা হবে। সেজন্য যাত্রীদের অনুরোধ, তাঁরা যেন হাতে কিছুটা সময় নিয়ে বাস স্ট্যান্ডে আসেন।

error: Content is protected !!