বাংলায় উপনির্বাচনে আরও বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী

আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এই আবহে কেন্দ্রীয় বাহিনী রাখা ছিল ৮৯ কোম্পানি। কিন্তু এবার সেই সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হল। আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধি করা হয়েছে ৬টি কেন্দ্রের উপনির্বাচনের জন্য। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’‌দিন আগে বাংলায় এসেছিলেন। তখন বঙ্গ–বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হয়েছিল। আর এই সফরের তিনদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে আগামী ১৩ নভেম্বর পাঁচটি জেলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে। সেই বিধানসভা কেন্দ্রগুলি হল— নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই। তবে এই উপনির্বাচন শুরু আগে প্রথমে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কিন্তু তিনদিনের মাথায় সেই সিদ্ধান্ত পাল্টে গেল। এখন রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল, এই ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি আছে উত্তরবঙ্গ থেকে। তাই বাড়তি বাহিনী বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এখন সিআরপিএফ বাড়ানো হয়েছে ৫ কোম্পানি, বিএসএফ বাড়ানো হচ্ছে ১০ কোম্পানি। আর সিআইএসএফ এবং আইটিবিপি দুই কোম্পানি করে বৃদ্ধি করা হচ্ছে।

error: Content is protected !!