কেরল, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে বদলে গেল উপনির্বাচনের দিনক্ষণ!

কেরল, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মোট ১৪টি বিধানসভা আসনে উপ নির্বাচনের দিন পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন। একাধিক রাজনৈতিক দলের অনুরোধে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১৩ নভেম্বর ওই আসনগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে আগামী ২০ নভেম্বর ওই আসনগুলিতে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন। ভোট গণনা হবে আগামী ২৩ নভেম্বর। তবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ৬টা বিধানসভা উপনির্বাচন ১৩ তারিখেই হবে।