
নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকার
জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এলাকার গাঁঠিয়া মৌজায় সশস্ত্র সীমা বল-কে (SSB) প্রায় ২ একর জমি দিল রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার মন্ত্রিসভা এই বরাদ্দ জমির অনুমোদন দিয়েছে ৷ এই অঞ্চল মূলত তার চা-বাগানের জন্য পরিচিত ৷ সূত্রের খবর, এসএসবি’র তরফে রাজ্য সরকারকে তাদের জমির প্রয়োজনীয়তার কথা আগেই জানানো হয়েছিল ৷ নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় ৷ এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে আগেই আলোচনা হয়েছে ৷ সেই মতো নাগরাকাটায় এসএসবি-এর জন্য ২ একর জমি মঞ্জুর করা হয়েছে ৷ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বহুবার টানাপোড়েন দেখা গিয়েছে ৷ সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে, রাজ্য সরকার আউটপোস্ট ও বেড়া দেওয়ার জন্য জমি দিল ৷ এবার ভারত-ভুটান সীমান্ত সুরক্ষার কথা ভেবে জমির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা ৷