পুরভোটের ওপর স্থগিতাদেশ নয়, বিজেপির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

১৯ ডিসেম্বরই হবে কলকাতা পুরভোট

কলকাতা পুরভোটের ওপর স্থগিতাদেশ নয়৷ রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচনও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । শুধু দ্রুতই নয়, নির্বাচন কম দফায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৩ ডিসেম্বর ৷ অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানিও পিছিয়ে গেল বুধবার। বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হবে। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে সেই শুনানি হবে। উল্লেখ্য, কলকাতা পৌরসভার ভোট স্থগিত করার আবেদন জানিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । আজ সেই আবেদন খারিজ করে দিল রাজ্যের সর্বোচ্চ আদালত ।

error: Content is protected !!