
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনও রাজনৈতিক সংগঠন 13 মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনও রকম মিটিং মিছিল বা অন্যান্য কর্মকাণ্ড করতে পারবে না বলে যে নির্দেশ আদালত দিয়েছিল, বুধবার তা প্রত্যাহার করে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । আদালতের বক্তব্য, “রায়ের ওই অংশ কার্যকর হয়েছে । এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না । এখন থেকে যে কোনও সংগঠন কিছু করতে চাইলে প্রশাসনকে জানাতে হবে । প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে ।” প্রসঙ্গত, গত রবিবার যাদবপুর এইটবি-র সামনে বিজেপির সভা নিয়ে অনুমতি মামলার শুনানিতে, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । আজ আদালত সেই নির্দেশ প্রত্যাহার করে জানিয়ে দিল, এখন থেকে মিটিং মিছিলের মতো কর্মসূচির অনুমতি সংক্রান্ত আবেদন প্রশাসন আগের মতো গ্রহণ করে সে বিষয়ে পদক্ষেপ করবে । উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশের প্রবেশের জন্য অনুমতি চেয়েছিল রাজ্য । কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই আবেদন বাতিল করেছিল এবং আদালত পরিষ্কার জানায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচালন কমিটি রয়েছে । তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে । আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না । পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির নীচে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়ের চাপা পড়ার ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করে আক্রান্তদের বক্তব্য শোনার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । সেদিন রাজ্যের গোয়েন্দা বিভাগের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন বিচারপতি ঘোষ । এদিকে, যাদবপুর-কাণ্ডের তদন্তে ফের নতুন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশ । অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তদন্তের স্বার্থে বেশ কয়েকজন পড়ুয়াকে দ্বিতীয়বারের জন্য তলব করেছে যাদবপুর থানা । কারণ হিসেবে জানা গিয়েছে, প্রথমবারের তলবে যাঁদের ডাকা হয়েছিল, তাঁরা হাজির না হওয়ার কারণে ফের মামলা রুজু করে তাঁদের ডাকা হয়েছে ৷