সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

 সন্দেশখালির ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সংস্থাকে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে। আদালত জানাল, নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে। সন্দেশখালি নিয়ে মোট ৫ টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই মামলাগুলি শুনছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। আগামী ২ মে হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত জানিয়েছে, স্থানীয়দের জমি কেড়ে নেওয়ার অভিযোগের যথাযথ অনুসন্ধান এবং তদন্ত করে পরবর্তী শুনানির দিন সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে যে কোনও ব্যক্তি, সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ, এনজিও সহ এবিষয়ে আগ্রহী যে কোনও ব্যক্তির কাছ থেকে তথ্য এবং মতামত নিতে পারবে সিবিআই। সন্দেশখালিক স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসাতে বলেছে আদালত। রাস্তায় বসাতে হবে এলইডি আলো। আদালতের নির্দেশ আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে এই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন এবং খরচ দিতে হবে। এছাড়া আইন অনুযায়ী নির্যাতিত, ক্ষতিগ্রস্ত এবং সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারবে সিবিআই।   

error: Content is protected !!