
হাইকোর্টে অভিষেক মামলার রায় ৫ সেপ্টেম্বর
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে Enforcement Directorate বা ED’র দায়ের করা FIR খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি শেষ হয়েছে সোমবার। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার রায়দান স্থগিত রাখেন। পরে রাতের দিকে অবশ্য জানানো হয় আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার রায় দেওয়া হবে। ঘটনাচক্রে সেইদিনই আবার উত্তরবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। কলকাতা হাইকোর্টের রায় নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারে যদি তা ভোটগ্রহণ চলাকালীন সময়ে দেওয়া হয়। তাই সূত্রে জানা গিয়েছে, অভিষেকের আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন জানানো হবে যাতে সেই রায় ভোটগ্রহণ শেষ হলে তারপর যেন দেওয়া হয়। যদি তা সম্ভব না হয় তাহলে রায়দানের জন্য যেন নতুন কোনও দিন ঠিক করা হয়।