এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ রোগীর পরিজনদের হাতে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তাররা
ফের রোগীর পরিজনদের হাতে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তাররা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ।ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাতে একটি গভীর ক্ষত নিয়ে হাজির হন এক রোগী। সঙ্গে রোগীর পরিজনেরা ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের সার্জারি ওয়ার্ডে ৫ জন ইন্টার্ন চিকিৎসক হাজির ছিলেন। তাঁরা রোগীর ক্ষত পরীক্ষা করে জানান, রোগীর অপারেশন করতে হবে। তবে, রোগীর পরিজনেরা জানান অপারেশন তাঁরা করাবেন না। ক্ষতস্থানে চিকিৎসা করে ব্যান্ডেজ বেঁধে ছেড়ে দিতে হবে। রোগীকে দেখে চিকিৎসকেরা জানান, সেটা সম্ভব নয়। রোগীর অস্ত্রোপচার করার প্রয়োজনীয়তা রয়েছে। এরপরেই বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। অভিযোগ, এরপরেই গালিগালাজ করতে থাকেন রোগীর পরিবারের একাধিক সদস্য। ডাক্তারদের অভিযোগ, তাঁদের হেনস্থার মুখে পড়তে হয়। তাঁদের প্রাণহানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ডাক্তারদের দাবি, আশেপাশে পুলিশ থাকলেও তারা ‘নিষ্ক্রিয়’ ছিল। বিষয়টি নিয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুই পক্ষের বচসার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, চিকিৎসকদের দাবি এভাবে চলতে থাকলে হাসপাতালে কাজ করতে নিরাপত্তার অভাববোধ করছেন তাঁরা।