কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছল

মকর সংক্রান্তির কারণে পরিবহণ সমস্যা হতে পারে। সেকারণে স্নাতকস্তরের পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল বিএ, বিএসসি পঞ্চম সেমেস্টারের অনার্স ও মেজর পরীক্ষা। বিভিন্ন স্ট্রিম এবং অনার্স নির্বিশেষে ওইদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা ছিল। তবে, তা পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ফেলা হয়েছে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় এবং পঞ্চম সেমেস্টারের পরীক্ষাগুলি চলবে। তারপরেই হবে প্রথম দিনের পিছিয়ে যাওয়া পরীক্ষাটি। উপাচার্য আশিস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। তার আগেরদিন বাস পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। 

error: Content is protected !!