ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারে বন্দুকবাজের হামলা, আহত ২

রবিবার বিকেলে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টিরের গুরুদ্বারে এক বন্দুকধারীর হামলায় দুজন আহত হয়েছেন। জানা গিয়েছে যে রবিবার বিকেলে স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ (সোমবার ভারতীয় সময় রাত তিনটে) গুরুদ্বার স্যাক্রামেন্টো শিখ সোসাইটিতে গুলি চালানো হয়। বিকাল ৩টে ৩০ মিনিটে পুলিশ আধিকারিকদেরকে দেখা যায় দুজন লোককে তুলে নিয়ে যেতে দেখা যায়। যদিও গুলি করার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র সার্জেন্ট অমর গান্ধীর রিপোর্টে বলা হয়েছে যে গুরুদ্বার চত্বরে দুই জনের মধ্যে একটি মুষ্টিযুদ্ধ শুরু হয়, যেখান থেকেই পরবর্তীকালে গুলি চলে। যখন ঘটনাটি ঘটে তখন গুরুদ্বারটি তার প্রথম নগর কীর্তন শিখ প্যারেড উদযাপন করছিল।

error: Content is protected !!