দিল্লিতে ফের স্কুটার আরোহীকে ধাক্কা মারার পর ৩৫০মিটার টেনে নিয়ে গেল গাড়ি

দিল্লিতে ফের পথ দুর্ঘটনার পর অমানবিক আচরণ। স্কুটারকে পিছন থেকে ধাক্কা মারার পর প্রায় ৩৫০মিটার টেনে নিয়ে গেল গাড়ি। ঘটনাটি ঘটেছে, রাজধানী দিল্লির কেশবপুরম এলাকায়। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ একটি গাড়িতে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন কিছু যুবক। তাঁরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। সেই সময় একটি স্কুটারকে ধাক্কা মারে ওই গাড়িটি। ছিটকে পড়েন স্কুটারে থাকা দু’জন। স্কুটার চালক সেই সময় গাড়িটির বনেটে আটকে যান। সেই অবস্থাতেই তাঁকে ৩৫০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় স্কুটারে থাকা দু’জনেরই মৃত্যু হয়েছে।

error: Content is protected !!