রানওয়েতে বিমানের চাকার নীচে ঢুকে পড়ল গাড়ি, বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো

 দিল্লি বিমানবন্দরে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা। ইন্ডিগো বিমানের চাকার তলায় চলে যায় গো ফার্স্ট গাড়ি। অল্পের জন্য বিমানটির চাকায় সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ওই চারচাকার গাড়িটি। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দর চত্বরে। যদিও বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ)-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লি বিমানবন্দরের টি২ টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে। বিমানটির কোনও ক্ষতি হয়নি বলেই খবর। ইন্ডিগোর বিমানটির এদিন সকালেই পাটনায় রওনা হওয়ার কথা ছিল। টেক অফের আগেই বিমানের চাকার তলায় আচমকাই চলে আসে গো ফার্স্ট সংস্থার একটি যাত্রীবাহী গাড়ি। এদিকে, এই দুর্ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেয়নি ইন্ডিগো বা গো ফার্স্ট সংস্থা।

error: Content is protected !!