জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি বাইক ও মন্দিরে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, আহত ১৫

জলপাইগুড়িঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কে উলটে গিয়ে তিনটি বাইক এবং একটি মন্দিরে ধাক্কা মারলো যাত্রীবাহী ছোট গাড়ি। আহত ১৫ জন। ফুটবল খেলা দেখে ছোট গাড়ি করে বাড়ি ফেরার পথে রাজ্য সড়কে উলটে গেলো যাত্রীবাহী গাড়ি। গাড়িটি উলটে গিয়ে ধাক্কা মারে তিনটি বাইকে এবং একটি শনি মন্দিরে। ক্ষতিগ্রস্ত দুটি বাইক এবং শনি মন্দির। জানা গিয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ থেকে ১৫ জন যাত্রী। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে মাল ব্লকের দক্ষিল ওদলাবাড়ি এলাকায়। স্থানিয়রাই আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার পুলিস। আটক করা হয়েছে ছোট গাড়িটি। পাশাপাশি এই গাড়ির ধাক্কায় যে তিনটি বাইক এবং শনি মন্দিরটার ক্ষতি হয়েছে তা, ঠিক করে দিতে হবে বলেও দাবি তোলা হয়। এলাকার মানুষের বক্তব্য গাড়ির চালক নেশাগ্রস্ত ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

error: Content is protected !!