রাস্তা আটকে পুজো মণ্ডপ তৈরির অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে

কলকাতার হাতিবাগান সার্বজনীনের পর এবার বসিরহাটেও রাস্তা আটকে পুজো মণ্ডপ নির্মাণের অভিযোগে মামলা হল হাইকোর্টে। অভিযোগ, বসিরহাটে মার্টিন বার্নের রাস্তা আটকে পুজো মণ্ডপ তৈরি করছে ইয়ং স্টার্স ক্লাব। বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বসিরহাট থেকে যে রাস্তাটি টাকিতে গিয়ে মিশছে, সেই আট থেকে দশ ফুটের মূল রাস্তা আটকানো হচ্ছে বলে অভিযোগ। এই রাস্তায় নিত্যদিন বহু যান চলাচল করে। বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা। 

error: Content is protected !!